করোনা আতঙ্কে গাঁজা কিনতে দীর্ঘ লাইন!

0

করোনা আতঙ্ক অনেক দেশেই লক ডাউন পরিস্থিতি। প্রয়োজনীয় দোকানপাট ছাড়া সবই বন্ধ রাখতে বলা হয়েছে। সেক্ষেত্রে অনেকেই দরকারি জিনিসপত্র যেমন-খাবার, ওষুধ এসব কিনে রাখছে। কিন্তু নেদারল্যান্ডসের চেহারা একেবারে অন্যরকম। কারণ এখানে লোকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি কিনতে শুরু করেছে গাঁজা।

কোন দিন দোকান বন্ধ হয়ে যাবে, সেই ভয়ে লোকে লাইন দিচ্ছে গাঁজার দোকানে। এমনই একটি ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন একজন। সেখানে দেখা যাচ্ছে, প্রায় ১০০ লোক লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। তারা নাকি সবাই গাঁজা কিনছেন। ছবিটি নাকি নেদারল্যান্ডসের লকডাউন হওয়ার আগের দিনের ছবি।

এর আগে দেখা যায়, ইতালিতে কোয়ারেন্টাইন অবস্থায় কীভাবে কত মানুষ একসঙ্গে গান গাইতে শুরু করেছেন। স্পেনেও একই দৃশ্য ধরা পড়েছে। আর এভাবেই মানুষ সময় কাটাচ্ছে। আর সেই সময়ে নেশার দ্রব্যটিও গুছিয়ে রাখতে চাইছেন সবাই। তাই দোকান বন্ধ হওয়ার আগে গাঁজা কিনে নেয়ার শেষ কাজটি করে রাখতে চাইছেন অনেকেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com