মিউজিক ভিডিওতে কেটি পেরির মা হওয়ার লক্ষণ

0

হলিউড অভিনেতা ওরল্যান্ডো ব্লুমের সঙ্গে গায়িকা কেটি পেরির বাগদান হয়েছে গত বছর। এবার তারা বাবা-মা হতে চলেছেন।

সম্প্রতি ‘নেভার ওর হোয়াইট’- এর একটি মিউজিক ভিডিওতে নিজের বেবি বাম্প নিয়ে পারফর্ম করলেন কেটি। মানুষ শেষপর্যন্ত নিজের ভয়কে জয় করতে পেরেছে- গানটিতে এটাই বোঝাতে চেয়েছেন গায়িকা।

ব্লুম ও কেটি দু’জনেই জাপানি কায়দায় বিয়ের কথা ভাবছেন। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে মনে হচ্ছে পরিকল্পনা রূপায়ন হতে সময় লাগবে।

কেটি অ্যালবামের কথা বলতে গিয়ে বলেছিলেন, “এই গ্রীষ্মে অনেক কিছু আসতে চলেছে। শুধু সন্তানের জন্ম নয় আরও অনেক কিছু।”

নিজের বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন কেটি পেরি। টুইট করে জানিয়েছিলেন, “সারপ্রাইজ রয়েছে।”

এর আগে সুপার মডেল মিরান্ডা কেরের সঙ্গে বিয়ে হয়েছিল ওরল্যান্ডো ব্লুম-এর। তাদের নয় বছরের একটি মেয়েও রয়েছে। অন্যদিকে, কেটি পেরি বিয়ে করেছিলেন ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.