খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র থানায় থানায় বিক্ষোভ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিএনপি’র কেন্দ্র্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার, মার্চ ১, ২০২০ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র বিভিন্ন থানা শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সুত্রাপুর, ওয়ারী থানা ঃ সূত্রাপুর ও ওয়ারী থানা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল সূত্রাপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম আজিজ ও ওয়ারী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সেলিম এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি জজ কোট এর সামনে থেকে শরু হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপি’র নেতা এড. মাহাফুজুর রহমান মনা, মোঃ ইব্রাহিম মোল্লা, মিয়া মোঃ আমির হোসেন, মোঃ ইমরান হোসেন, মোঃ এমদাদ, সূত্রাপুর থানা বিএনপি’র সহ-সভাপতি হাজী সাব্বির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক মোসলেমুর রহমান মোকলেস, রাম শাহা সুমন, নুরে আলম সিদ্দিকী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, ৪২ নং ওযার্ড সভাপতি ওসমান গনি মোহন, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, ৪৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী মফিজুর রহমান কাওসার, সাধারণ সম্পাদক এড. মোস্তাফিজুর রহমান ফয়েজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, ৪৪ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ হাশেম, সাধারণ সম্পাদক মোঃ তারেক আহম্মেদ জন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাউয়ুম বেপারী, প্রমুখ।
কদমতলী থানাঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মিথ্যা মামলার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কদমতলী থানা এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সহ-সভাপতি ও কদমতলী থানা বিএনপি সভাপতি কাউন্সিলার হাজী মীর হোসেন মীরুর নেতৃত্বে মিছিলটি জুরাইন নতুন রাস্তা থেকে শুরু হয়ে জুরাইন রেল গেইট প্রদক্ষিণ করে জুরাইন আদ-দ্বীন হাসপাতালে সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ সেলিম রেজা, আনোয়ার হোসেন স্বপন, আলমগীর খান লিপু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মুজাহিদ মিয়া, মোঃ শফিক, মোঃ মহসিন, মোঃ দিলু, মোঃ সজল, মোঃ শাহিন, মোঃ ইসমাইল প্রমূখ।
কামরাঙ্গীর চর থানাঃকামরাঙ্গীর চর থানা বিএনপি’র একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপি’র সভাপতি হাজী মনির হোসেন মনির এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি রসুলপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজারীবাগ বেড়ীবাঁধে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার সাংগঠনিক সম্পাদক হাজী আওলাদ হোসেন, মোঃ পারভেজ মিয়া, মোঃ খায়ের উদ্দিন, মোঃ গাজীউর রহমান, মোঃ ওমর, মোঃ সালাউদ্দিন, জাহাঙ্গীর মিয়া, ফারুক আহমেদ, মোঃ সিরাজ, মোঃ সিদ্দিক মিয়া প্রমুখ।
ডেমরা থানাঃ ডেমরা থানা বিএনপি’র উদ্যেগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সহ-সভাপতি ও থানা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন রতন, সাধারণ সম্পাদক আবুল হাশেম এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্টাফ কোয়াটার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় ভাঙ্গা গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শওকত আকবর, আক্তার হোসেন, এম এ নাজিম, হেলাল উদ্দিন, মফিজুল ইসলাম, আবুল কাশেম, আঃ গফুর, মাহাবুব, শাওন খানসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
যাত্রাবাড়ী থানাঃ যাত্রাবসাড়ী থানা বিএনপি’র উদ্যেগে থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ভান্ডারির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি যাত্রাবাড়ী বিবির বাগিচা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিবির বাগিচা ৪ নং গেটে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন সাইদ আহমেদ সাইদ, এড. ইসাহক তালুকদার, যুবদল নেতা মজিবুর রহমান মধু, ছাত্রদল নেতা শান্ত ইসলাম জুম্মন, রফিকুল ইসলাম মৃধা,সাগর দেওয়ান ফারহান, মোঃ মাসুম দেওয়ানসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শাহজাহানপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, কোতয়ালী, বংশাল, খিলগাঁও, যাত্রাবাড়ী, মুগদা, পল্টন, সবুজবাগ, কোতয়ালী, চকবাজার, পল্টন, মতিঝিল থানার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে।