গাজীপুরের কাপাসিয়ার শাপলা বিলে নৌকাডুবিতে দুই বন্ধুর মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ার শাপলা বিলে নৌকাডুবিতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে কাপাসিয়ার টোক ইউনিয়নের কাওরা বিলে এ ঘটনা ঘটে।
তারা হলেন, বায়েজিদ (২৫) ও মাহিম (১৬)। বায়েজিদ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে ও মাহিন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের নুরে আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, মামুন, মাহিম, বায়েজিদসহ পাঁচ বন্ধু শুক্রবার ভোরে বাড়ি থেকে কাপাসিয়ার পাঁচুয়া বিলের শাপলা ফুলের ছবি তোলার জন্য একটি নৌকা ভাড়া করে। বিলে গিয়ে ছবি তোলার সময় হঠাৎ নৌকাটি ডুবে গেলে মাঝি ও পাঁচ বন্ধুসহ পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে বায়েজিদ মারা যান। মাহিম নামের অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলেন, হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে বিলের কাছে গিয়ে শুনতে পান দুজন পানিতে তলিয়ে গেছেন। পরে পানি থেকে পানি থেকে তাদের উদ্ধার করেন।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাবেদ আলী বলেন, ‘বিলে শাপলা দেখতে এসে পাঁচ বন্ধু ডুবে যায়। ঘটনাস্থলে একজন মারা যান। বাকিতের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, ‘মাহিম নামের একজনকে মৃত অবস্থায় অবস্থায় আনা হয়েছিল।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’