জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে আজও শাহবাগ অবরোধ

0

জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন ‘জুলাইযোদ্ধারা’। ফলে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে আছে। তবে দুপুর থেকে ফুটপাথ ছেড়ে দেওয়ায় পথচারী ও ছোট গাড়িগুলো পার হতে পারছে।

শুক্রবার (১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীরা ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা (আহত)’ ব্যানারে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন।

এ সময় তারা ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে দিতে হবে’, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেন।

অবরোধের কারণে শাহবাগ মোড় বন্ধ থাকায় পাশের কাটাবন মোড়, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ থানার সামনের রাস্তাগুলো থেকেই যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ফলে পুরো এলাকাই যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.