আহতরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে

0

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত সুচিকিৎসা দেওয়ার ওপর জোর দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি জানান, আহতরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২২ জুলাই) নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান।

বিমান বাহিনী প্রধান আরও বলেন, দেশের এই কঠিন সময়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি। শক্তিশালী বিমান বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য। গুজব ছড়িয়ে এটিকে দুর্বল করবেন না।

তিনি বলেন, ঘটনার কারণ খুঁজে বের করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে। পাইলট বিমানটি খালি জায়গায় নামানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এবং এতে তিনি প্রাণ দিয়েছেন।

তিনি বলেন, এখানে লুকানোর কিছু নেই। দুর্ঘটনা দুর্ঘটনাই। বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো আপোষ না করার কথাও জানান তিনি।

তিনি বলেন, বিমানের বয়স নয়, রক্ষণাবেক্ষণই মূল বিষয়। আমাদের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ভালো। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেব। প্রযুক্তি পুরনো হতে পারে, কিন্তু বিমানগুলো পুরনো নয়।

বিমান বাহিনী প্রধান বলেন, আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে-সেটিই এখন মূল লক্ষ্য।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.