ব্রিটেনে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ, আটক ৫৫

0

যুক্তরাজ্যে নিষিদ্ধঘোষিত মানবাধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ৫৫ জন সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টের বাইরে বিক্ষোভ সমাবেশ থেকে তাদের গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটান পুলিশ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পার্লামেন্টের চত্বরে বিক্ষোভকারীদের একটি দল সমবেত হয়েছিল। তাদের হাতে ছিল প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থন সম্বলিত প্ল্যাকার্ড, যে সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনে চলতি মাসে নিষিদ্ধ করা হয়েছে।

সমাবেশ থেকে সাদা-কালো ফিলিস্তিনি স্কার্ফ পড়া বিক্ষোভকারীদের পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

সংগঠনটির সদস্যরা কিছুদিন আগে রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে ঢুকে একাধিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত করেছিল। ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে এমন পদক্ষেপ নেওয়ার দাবি করে তারা। এর প্রতিক্রিয়ায় তাদের নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত পাস করেন ব্রিটিশ আইনপ্রণেতারা।

সংগঠনটি যে আইনের আওতায় নিষিদ্ধ হয়েছে, তার ধারা অনুযায়ী এর সদস্যপদ থাকার জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

পার্লামেন্টের সিদ্ধান্তকে স্বৈরাচারী বলে আখ্যা দিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ। নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাদের চ্যালেঞ্জের শুনানি সোমবার লন্ডনের হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

গাজা সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও বেসরকারি কোম্পানিগুলোকে লক্ষ্য করে গোষ্ঠীটি নিয়মিত হামলা চালিয়ে আসছে। নিষেধাজ্ঞা জারির পর দেশজুড়ে অনুষ্ঠিত একাধিক বিক্ষোভে সংগঠনের সমর্থকদের গ্রেফতার করেছে পুলিশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.