৮২তম ভেনিস উৎসবের বিচারক সেই ‘নিষিদ্ধ’ ইরানি নির্মাতা

0

৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের পূর্ণাঙ্গ জুরির তালিকা ঘোষণা করা হয়েছে। সাত সদস্যের জুরিবোর্ডের নেতৃত্ব দেবেন মার্কিন নির্মাতা অ্যালেক্সান্ডার পেইন।

জুরি প্যানেলে আরও আছেন অস্কার মনোনয়ন পাওয়া ব্রাজিলিয়ান অভিনেত্রী ও লেখক ফার্নান্দা তোরেস, স্বর্ণভল্লুকজয়ী ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলফ, কানে স্বর্ণপাম জেতা রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মনজু, ফরাসি পরিচালক স্তেফান ব্রিজে, ইতালীয় পরিচালক মাওরা দেলপেরো ও চীনা অভিনেত্রী ও প্রযোজক ঝাও তাও।

এই জুরিরা উৎসবের মূল পুরস্কার স্বর্ণ সিংহ ছাড়াও রৌপ্য সিংহ, গ্র্যান্ড জুরি প্রাইজ, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও অভিনেত্রী, বিশেষ জুরি পুরস্কার, সেরা চিত্রনাট্য ও তরুণ প্রতিভার জন্য মারচেলো মাস্ত্রোইয়ানি পুরস্কারের জন্য যোগ্যদের নির্বাচন করবেন।

আগামী ২৭ আগস্ট শুরু হবে ভেনিস উৎসব, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের মনোনীত সিনেমার তালিকা ঘোষণা করা হবে ২২ জুলাই।

তথ্যসূত্র: ভ্যারাইটি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.