শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা: কুমিল্লায় সুশীল সমাজের মানববন্ধন

0

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের লোকজন।

শনিবার বিকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ইন্টারন্যাশনাল গলফার ডা. আফশান আনিস এবং কবি, সাংস্কৃতিক ও সংগঠক শহীদুল হক সোহেলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে কবি, সাংস্কৃতিক ও সংগঠক শহীদুল হক সোহেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে অশালীন কটূক্তি করা হচ্ছে তা খুবই ঘৃণ্য ও নিন্দনীয় বিষয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করবো আমাদের দেশে রাজনৈতিক শিষ্টাচার দ্রুত ফিরে আসবে।

ইন্টারন্যাশনাল গলফার ডা. আফশান আনিস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কটু কথা বলে বেড়াচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়। এসব নোংরামি রাজনীতি থেকে দূরে সরে আসা উচিত। নোংরামি রাজনীতি ভালো ফল বয়ে আনে না।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধি জসিম উদ্দিন, মো. রাজেশ, মো. মাসুদ, সানি, আবুল, রাহিম, জিসান, বাচ্চু, জামাল, জুয়েল, মাইনুল, সালাম ও রাসেল প্রমূখ। কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক বিভিন্ন স্তরের সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.