কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা
আনন্দের বন্যা বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। মা ও কন্যা দুজনই সুস্থ রয়েছেন। অবশ্য এখনো পর্যন্ত দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম শুরু হয় ‘শেরশাহ’ ছবির সেটে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমিরে রাজকীয় আয়োজনে চার হাত এক করেন তারা। বলিউডের তারকা বিয়েগুলোর মধ্যে এটি অন্যতম আলোচিত ও জনপ্রিয় ছিল।
দাম্পত্য জীবনের এক বছর কাটতে না কাটতেই সন্তান আসার খবর দেন তাঁরা। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিসহ ‘নতুন সদস্য আসছে’—এমন একটি পোস্ট দিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।
মঙ্গলবার রাতেই সেই প্রতীক্ষার অবসান ঘটে। জানা গেছে, কিয়ারার নরমাল ডেলিভারি হয়েছে। সন্তান জন্মের সময় হাসপাতালে ছিলেন কিয়ারার বাবা ও স্বামী সিদ্ধার্থ। পরিবারের সদস্যদের মুখে হাসি, চোখে আবেগ—সব মিলিয়ে নতুন জীবনকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন সবাই।