হিন্দু মন্দিরে ‘আশীর্বাদের নামে’ শ্লীলতাহানির শিকার মালয়েশিয়ার মডেল

0

মালয়েশিয়ার একটি হিন্দু মন্দিরে শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক। পুরোহিত তাকে আশীর্বাদের নাম করে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে সেপাং-এর মারিয়াম্মান মন্দিরে ঘটনাটি ঘটে।

‘মিস গ্র্যান্ড মালয়েশিয়া-২০২১’ এর বিজয়ী মডেল ও অভিনেত্রী লিশাল্লিনি কানারান তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম প্রোফাইলে এ বিষয়ে অভিযোগ শেয়ার করার পর তা প্রকাশ্যে আসে।

তিনি বলেন, অভিযুক্ত পুরোহিত একজন ভারতীয় নাগরিক। মন্দিরের স্থায়ী পুরোহিত অনুপস্থিত থাকায় তিনি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন।

সেপাং জেলার পুলিশ প্রধান নোরহিজাম বাহামান জানান, ‘অভিযুক্তের কৌশল ছিল ভুক্তভোগীর মুখ ও শরীরে পবিত্র জল ছিটানোর পর তাকে স্পর্শ করা।’

লিশাল্লিনি তার ইনস্টাগ্রামে জানান, তদন্তকারী কর্মকর্তা তাকে ঘটনাটি গোপন রাখতে বলেন—না হলে দায় তার ওপরই আসবে। কিন্তু তিনি তা না মেনে সামাজিক মাধ্যমে পুরো ঘটনাটি বর্ণনা করেন।

তিনি জানান, তার মা ভারতে থাকায় গত ২১ জুন তিনি একাই মন্দিরে যান। মন্দিরের এক পুরোহিত তাকে সাধারণত পূজার নিয়ম শিখিয়ে দিতেন। সেই পুরোহিতই সেদিন তাকে বলেন, তিনি ভারতের পবিত্র জল ও এক সুরক্ষা সূত্র এনেছেন আশীর্বাদের জন্য। পরে তিনি তাকে প্রার্থনা শেষে দেখা করতে বলেন।

প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর পুরোহিত তাকে নিজের ব্যক্তিগত অফিসে ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।

লিশাল্লিনির ভাষায়, প্রথমে তিনি চোখে একরকম তরল ঢেলে দেন, এরপর তার বুকে হাত দেন। এরপর তাকে পোশাক খোলার জন্য বলেন। এসময় অভিযুক্ত পুরোহিত বলেন, ‘এটি তোমার মঙ্গলের জন্য।’

কিন্তু লিশাল্লিনি না মানায় পুরোহিত তার পোশাক নিয়ে কটাক্ষ করেন। এরপর পুরোহিত তার ব্লাউজের ভিতরে হাত ঢুকিয়ে অশালীনভাবে স্পর্শ করা শুরু করলে পরিস্থিতি আরও খারাপ। পুরোহিত বলেন, যদি আমি তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হই তবে তা হবে আশীর্বাদ, কারণ তিনি ঈশ্বরের সেবক।

গত ৪ জুলাই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ মন্দিরে পৌঁছানোর আগেই অভিযুক্ত পালিয়ে যায়। তিনি জানান, এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু মন্দির কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বরং নিজেদের সুনাম বাঁচাতে বিষয়টি ধামাচাপা দেয়।

বর্তমানে মালয়েশিয়ান পুলিশ অভিযুক্ত পুরোহিতের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং তদন্ত চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.