যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থী সংগঠনকে নিষিদ্ধের পক্ষে টিউলিপ সিদ্দিকের ভোট

0

যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ করা নিয়ে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হয়েছে। গত বুধবার (২ জুলাই) সংসদে উত্থাপিত সেই প্রস্তাবে ৩৮৫ জন এমপি পক্ষে ও ২৬ জন বিপক্ষে ভোট দেন। প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের পক্ষে ব্রিটিশ আইনপ্রণেতাদের মধ্যে টিউলিপ সিদ্দিকও ছিলেন।

ব্রিটিশ ইসলামিক সংবাদমাধ্যম ফাইভ পিলারস থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) এক্স-এ একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, ‘উল্লিখত মুসলিম সংসদ সদস্যরা গতকাল সংসদে ডাইরেক্ট অ্যাকশন গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করার পক্ষে এবং বিপক্ষে ভোট দিয়েছেন। অধিকাংশ মুসলিম এমপি ভোট নিবন্ধন করেননি।’

সেই পোস্টে যে তিনজন মুসলিম ব্রিটিশ আইনপ্রণেতা প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন তাদের মধ্যে টিউলিপ সিদ্দিক একজন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে গাজায় ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের সমর্থনের প্রতিবাদে প্যালেস্টাইন অ্যাকশন কর্মীরা একটি সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি বিমানে লাল রঙ ছিটিয়ে দেওয়ার ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে আইনে প্যালেস্টাইন অ্যাকশনকে আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস)-এর মতো গোষ্ঠী হিসেবে গণ্য করা হবে। ফলে এ গোষ্ঠীকে সমর্থন করা বা এর সঙ্গে যুক্ত হওয়া একটি ফৌজদারি অপরাধ হিসেবে ধরা হবে।

এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ব্রিটিশ পার্লামেন্টের স্বাধীন এমপি জারা সুলতানা। তিনি বলেন, একটি রঙের স্প্রে ক্যানকে আত্মঘাতী বোমার সঙ্গে তুলনা করা শুধুই হাস্যকর নয়, বরং এটি আইনের এক ভয়ানক অপব্যবহার।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের প্রধান নির্বাহী সাচা দেশমুখ এই পদক্ষেপকে আইনের নজিরবিহীন অপপ্রয়োগ হিসেবে আখ্যা দিয়েছেন। তার ভাষায়, এই নিষেধাজ্ঞার মাধ্যমে সরকার মানুষের বাক-স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দমনে এক ভয়ানক নজির স্থাপন করছে। এটি গ্রেফতার, নজরদারি ও দমনমূলক আচরণের পথ প্রশস্ত করবে।

‘প্যালেস্টাইন অ্যাকশন’ এই নিষেধাজ্ঞাকে অন্যায্য ও দমনমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে আইনি লড়াই শুরুর ঘোষণা দিয়েছে। ২০২০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দাবি করেছে, তারা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্যে ইসরায়েলি অস্ত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

সরকারি হিসেবে বলা হয়েছে, সংগঠনটির এসব কর্মসূচির কারণে এখন পর্যন্ত যুক্তরাজ্যে মিলিয়ন পাউন্ড মূল্যের আর্থিক ক্ষতি হয়েছে।

নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পরপরই ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর কর্মীরা ব্রিস্টলে এলবিট সিস্টেমসের একটি সাইটের প্রবেশপথ অবরোধ করে এবং সাফোক অঞ্চলের একটি ভবনের ছাদ দখলে নেয়।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.