বর্ষাকালে সাদা পোশাকের যত্নে কিছু টিপস
বর্ষাকালে অনেকেই সাদা পোশাক পরতে চান না। ভয়, রাস্তাঘাটে জমে থাকা পানি অসাবধানতাবশত কাপড়ে লেগে যেতে পারে। এ ছাড়া বৃষ্টির পানি কাপড়ে পড়ে তিল, ছত্রাক সৃষ্টি করতে পারে। এতে পোশাক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই সাদা পোশাকই বর্ষায় স্বস্তি এনে দেয়। স্কুল-কলেজ কিংবা অনেকের অফিসে প্রতিদিন সাদা পোশাক পরতে হয়। তাই বর্ষাকালে সাদা কাপড় পরতে চাইলে একটু সতর্ক থাকতে হয়। কিছু সতর্কতা মেনে চললে খুব সহজেই পরতে পারবেন সাদা পোশাক।
১. বৃষ্টিতে পোশাকে কাদা লাগলে সঙ্গে সঙ্গে ডিটারজেন্টে ব্যবহার না করে প্রথমে কাদা লাগা স্থানগুলো ধুয়ে নিতে হবে। এরপর পুরো কাপড় আলাদাভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে পুরো কাপড়ে দাগ লাগবে না।
২. সাদা কাপড়ের ঔজ্জ্বল্য বজায় রাখতে পানিতে ভেজানোর সময় ডিটারজেন্টের সঙ্গে আধা কাপ লেবুর রস মিশিয়ে নিন। এরপর সেই পানিতে সাদা পোশাক ভিজিয়ে রাখলে সাদা কাপড় উজ্জ্বল দেখাবে।
৩. সাদা সুতি পোশাকে কালো তিলা পড়ে যায় দ্রুত। সুতি পোশাক বৃষ্টিতে ভিজলে দ্রুত ধুয়ে ফেলতে হবে। তিলা পড়ে গেলে সেই কাপড় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এরপর শুকিয়ে নিন। কালো দাগ চলে যাবে।
৪. সাদা পোশাক ধোয়ার সময় অবশ্যই অন্যান্য পোশাক থেকে আলাদা করে রাখতে হবে। অন্য রঙের পোশাকের সঙ্গে সাদা পোশাক ধোয়া যাবে না। কারণ অন্য রঙের পোশাকের সঙ্গে ধুলে সেই পোশাকের রঙের দাগ আপনার সাদা পোশাকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে।
৫. সাদা কাপড় সরাসরি আয়রন বা ইস্ত্রি করা যাবে না। এতে ইস্ত্রির দাগ কাপড়ে লেগে যেতে পারে, যে দাগ হয়তো আর কখনো না-ও উঠতে পারে। তাই সাদা পোশাকের ওপর অন্য কাপড় পেতে নিয়ে তার ওপর ইস্ত্রি করতে হবে। এতে পোশাকে সরাসরি ইস্ত্রির আঁচ লাগবে না, কাপড়ও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না।
৬. সাদা পোশাকে ঘাম লেগে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ঘাম লেগে পোশাকের সেই জায়গার রং উঠে যায়। তাই ঘামের দাগের ওপর বেকিং সোডার পেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে সাদা পোশাকে ঘামের দাগ দূর হয়ে যাবে।
৭. বাহির থেকে এসে জানালার কাছাকাছি বা ফ্যানের নিচে খুব সহজে সাদা কাপড় শুকিয়ে নিতে হবে।