বড় পর্দায় জুটি বাঁধছেন ইমন-দীঘি
ঢাকাই চলচ্চিত্রে নতুন রোমাঞ্চের আবির্ভাব। বহু প্রতীক্ষার পর অবশেষে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। যদিও একসঙ্গে নানা অনুষ্ঠানে দেখা গেছে এই দুই তারকাকে, তবে রুপালি পর্দায় তাদের রসায়নটা ছিল এখনো অজানা। সে অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি অনুদানে নির্মিত ‘দেনাপাওনা’ সিনেমায় একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই তারকা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা সাদেক সিদ্দিকী। তবে আগেই জানা গিয়েছিল, নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দীঘি।
পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি।
সিনেমাটির বিষয়ে ইমন বলেন, ‘রবীন্দ্রনাথের এই গল্পটি অনেক জনপ্রিয়, বহুল পঠিত। এজন্য চ্যালেঞ্জটা বেশি। মানুষ চরিত্রগুলোর খুঁটিনাটি জানেন। সেগুলো সিনেমার পর্দায় সঠিকভাবে তুল ধরতে হবে। পরিচালকের নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করব।’