জেনে নিন ফিকে হয়ে যাওয়া মেহেদির রঙ দ্রুত ওঠানোর কিছু কৌশল সম্পর্কে

0

মেহেদি রাঙা হাতে ঈদ উৎসব পালন চলছে। কিন্তু এর মধ্যেই কারো কারো মেহেদি রাঙা হাত ফিকে দেখা যাচ্ছে। ঈদের সময় নানা ধরনের কাজ করতে গিয়ে চাপ পড়েছে হাত দুটোর ওপরে। ফলে সাবানপানি লেগে মেহেদির রঙ উঠতে শুরু করতেও দেরি হয়নি খুব একটা। হয়তো সন্ধ্যায় পার্টিতে যাবেন, কিন্তু ছোপ ছোপ রঙে হাত দুটোর অবস্থা বেহাল! কী করবেন তখন, ভেবে পাচ্ছে না। তবে জেনে নিন ফিকে হয়ে যাওয়া মেহেদির রঙ দ্রুত ওঠানোর কিছু কৌশল সম্পর্কে।

১. হেয়ার কন্ডিশনার নিয়ে ঘষলেও মেহেদির ফিকে রঙ দ্রুত দূর করা সম্ভব।

২. বেকিং সোডা তিন টেবিল চামচ ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি হাতের তালুতে নিয়ে ভালো করে ঘষে ফেলুন। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. টুথপেস্ট দিয়ে যেখানে মেহেদি লেগে আছে ঘষুণ। এরপর একটি ভেজা কাপড় দিয়ে ত্বক মুছে নিন। দিনে দুবার এটি করুন। দ্রুতই পরিষ্কার হয়ে যাবে।

৪. আলুর রস হাতের তালুতে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫. লেবু স্লাইস করে ম্যাসাজ করুন ত্বকে। লেবুতে থাকা ব্লিচিং উপাদান মেহেদির রঙ দ্রুত দূর করতে সহায়তা করে।

৬. ব্লিচিং পাউডারের সাহায্যে মেহেদির রঙ দূর করতে পারেন খুব সহজে। ব্লিচিং পাউডার পুরু করে হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুবার করলে উঠে যাবে রঙ।

৭. ক্লোরিন ও পানির দ্রবণে হাত ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন হাত। চলে যাবে মেহেদির দাগ।

৮. আধাকাপ লবণ কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে ২০ মিনিট হাত ডুবিয়ে রাখুন।

৯. একটি পাত্রে অলিভ অয়েল নিন। এক টুকরা কটন উল তেলে ডুবিয়ে নিংড়ে নিন। ধীরে ধীরে মেহেদির ওপর ম্যাসাজ করুন তেলে ভেজা উল। ১০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com