জি এম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে এনবিআর

0

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২৩ মার্চ) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এক নোটিশে এ সিদ্ধান্ত জানিয়েছে।

সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের জন্য আয়কর আইনানুযায়ী তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করা হয়েছে বলে নোটিশে বলা হয়েছে।

একইসাথে জি এম কাদেরসহ তার পরিবারের চারজন সদস্যের ব্যাংক হিসাব ও বিনিয়োগের তথ্য তলব করেছে সিআইসি।

আরেকটি নোটিশে সিআইসি জি এম কাদের ছাড়াও শরীফা কাদের, ইসরাত জাহান কাদের যেকোনো ধরনের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা যে কোন ধরনের সেভিংস ইন্সট্রুমেন্ট থাকলে তার তথ্য জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

সিআইসি’র ওই নোটিশে জি এম কাদেরের মেয়ের জামাই মাহফুজ আহমেদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

২০১৭ সালের পহেলা জুলাই থেকে সকল হিসাবের হালনাগাদ বিবরণী ও ঋণের বিপরীতে রক্ষিত জামানতের বিবরণী এই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে সিআইসি।

এছাড়া এসব তথ্য না দিলে আয়কর আইনানুযায়ী জরিমানা আরোপ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র : বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com