চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পানিসংকট নিরসনের দাবিতে ওয়াসা ভবন ঘেরাও
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পানিসংকট নিরসনের দাবিতে চট্টগ্রাম ওয়াসার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন কয়েকশ লোক। মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে এ ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় তাদের ওয়াসার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পানির দাবিতে স্লোগান দিতে দেখা গেছে।
বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে কোন সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে যাবেন। নগরের ডবলমুরিং থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা এ ঘেরাও কর্মসূচি পালন করছেন।
নগরের ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের বাসিন্দা আবু জাফর বলেন, ‘আমরা অনেক দুর্ভোগের শিকার হয়ে ওয়াসা ভবন ঘেরাও করতে এসেছি। এ রমজানেও মসজিদে অজু করার পানি পাচ্ছি না। ঘরে রান্না কিংবা খাবারের পানিও নেই। যে কারণে বাধ্য হয়ে পানির সমস্যা সমাধানের দাবিতে ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি পালন করতে এসেছি। পানি সমস্যার সমাধানে কোনও সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা এ কর্মসূচি পালন করে যাবো।’