‘বুড়ো’ রোনালদো এবার ছাড়িয়ে গেলেন নিজের তারুণ্যকে
আগের ম্যাচেই গোলের রেকর্ডে তরুণ ক্রিশ্চিয়ানো রোনালদোকে ধরে ফেলেছিলেন ‘বুড়ো’ রোনালদো। এবার ছাড়িয়ে গেলেন নিজের তারুণ্যকে। ফুটবলে বয়স ৩০ পেরিয়ে যাওয়াকে সাধারণত বুড়ো হিসেবে ধরা হয়। ৩০ বছরের আগে রোনালদো যত গোল করেছেন, পরবর্তী ১০ বছরে সেই গোলসংখ্যা ছাড়িয়ে গেছেন তিনি!
গতকাল সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে আল নাসর ৩-০ গোলে জিতেছে। ম্যাচের ২৭তম মিনিটে নাসরকে পেনাল্টি থেকে গোল করে মাইলফলক স্পর্শ করেন সিআরসেভেন। বাকি ২ গোল জন ডুরানের। এই জয়ে শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। এতে ত্রিশের পর রোনালদোর গোলসংখ্যা হলো ৪৬৪টি, যা ত্রিশের আগে ছিল ৪৬৩টি।
পরিসংখ্যানই যেন বলে দেয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও ক্ষুরধার হচ্ছেন সিআরসেভেন। পাশাপাশি এই গোল দিয়ে ক্যারিয়ারে হাজারতম গোলের মাইলফলক স্পর্শের পথেও আরেক ধাপ এগোলেন রোনালদো। এখন রোনালদোর গোল সংখ্যা হলো ৯২৭টি। অর্থাৎ ১০০০ গোলে পৌঁছাতে রোনালদোর এখন প্রয়োজন ৭৩ গোল। তিনি যেভাবে নিয়মিত গোল করছেন, তাতে হাজার গোলে পৌঁছতে বেশি সময় লাগার কথা নয়।