বাংলাদেশ অচেনা নয় হামজা চৌধুরীর

0

বাংলাদেশ অচেনা নয় হামজা চৌধুরীর। কিন্তু বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলারের এবারের আগমন ঐতিহাসিক এক ঘটনার জন্ম দিচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা এবার খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। সেই লক্ষ্যে সোমবার বেলা পৌনে ১২টায় সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন তিনি।

হামজার আগমনকে কেন্দ্র করে বিমান বন্দরের আশেপাশে বিরাজ করছিল উৎসব মুখর পরিবেশ। হামজার অবতরণের পর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বেলা সাড়ে ১২টার পর বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইংরেজিতে ব্যক্ত করেন হামজা। সেখানে বলেছেন, ‘অবিশ্বাস্য, অবিশ্বাস্য। অনেক দিন পর আসা হলো…এখানে আসতে পেরে রোমাঞ্চ অনুভব করছি।’

তার পর আসন্ন ম্যাচ নিয়ে তার লক্ষ্যের কথা বাংলাতে বলতে বললে তিনি জানান, ‘ইনশাআল্লাহ, আমরা জিতবো। বাংলাদেশের সঙ্গে আমার বড় স্বপ্ন আছে। ইনশাআল্লাহ আমরা জিতে পরবর্তী পর্বে যেতে পারবো।’

হামজার সঙ্গে এসেছেন স্ত্রী, সন্তান ও মা। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যাবেন পিত্রালয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। । যেই জায়গাটা গতকাল থেকেই সেজে আছে হামজার আগমনের অপেক্ষায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন হামজা। এখন খেলছেন প্রিমিয়ার লিগের পরের স্তর চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলারও অভিজ্ঞতা আছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।

হামজা মঙ্গলবার রাতে হবিগঞ্জ সফর শেষে ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ১৯ মার্চ বাংলাদেশ দলের টিম ফটোসেশন রয়েছে। এরপরই সংবাদ সম্মেলন। পর দিন অর্থাৎ ২০ মার্চ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে। সেখানে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com