সিদ্ধিরগঞ্জে রেহানা-জয়-পুতুলের নামে মামলা

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আলহাজ (১৮) নামে এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে (৭৪) প্রধান আসামি করে ২৬৮ জনের বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত ৩০০ আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করা হয়েছে। এর আগে ভুক্তভোগী বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করলে আদালতের নির্দেশে মামলা গ্রহণ করা হয়।

মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, হাসিনার ছোট বোন শেখ রেহেনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪), ইডেন কলেজ মহিলা ছাত্রলীগের সভাপতি রিভা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি (৩২) সহ আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০ জুলাই বিকেল ৫টার সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মৌচাক অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন মো. আলহাজ গুলিবিদ্ধ হন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশনায় মামলাটি করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com