নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে: পারভেজ মল্লিক
নির্বাচনের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক বলেছেন বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এক ধরনের ফ্যাসিবাদ। আর যারা এসব প্রক্রিয়ায় জড়িত বা সমর্থক, তারা ফ্যাসিবাদের দোসর।
সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদল ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পারভেজ মল্লিক বলেন, ‘গেল তিনটি নির্বাচনে গণতন্ত্রকামী মানুষের ভোটাধিকার হরণ করেছিল জুলাই অভ্যুত্থানে পতিত ফ্যাসিবাদ। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়। কিন্তু এখনো নির্বাচন না দিয়ে বর্তমান সরকারকে দীর্ঘমেয়াদি করার চেষ্টা করছে একটি মহল। নির্বাচনের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।’