ভয়েস অব আমেরিকার প্রধান হচ্ছেন রিপাবলিকান কারি লেক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কট্টরপন্থি রিপাবলিকান কারি লেককে ভয়েস অব আমেরিকার (ভিওএ) পরিচালক হিসেবে মনোনীত করেছেন। বুধবার (১১ ডিসেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এ ঘোষণা দেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কারি লেক একজন সাবেক সংবাদ উপস্থাপক এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক। গত মাসে অ্যারিজোনা সিনেট নির্বাচনে ব্যর্থতার পর তাকে এই পদে নির্বাচিত করা হলো। তিনি ভিওএ-র মাধ্যমে বিশ্বব্যাপী ‘স্বাধীনতা ও মুক্তির আমেরিকান মূল্যবোধ’ ন্যায্য এবং সঠিকভাবে প্রচার করবেন বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
তিনি বলেছেন, ভুয়া সংবাদ মাধ্যমের ছড়ানো মিথ্যার বিপরীতে কারি লেক সত্য প্রকাশ নিশ্চিত করবেন।
কারি লেক ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ নিয়ে ট্রাম্পের পক্ষে কথা বলেছেন। এর আগে তিনি ২০২২ সালে অ্যারিজোনার গভর্নর নির্বাচনে ব্যর্থ হন। তার সাংবাদিকতা জীবনের একটি বড় অংশ তিনি ফক্স ১০ ফিনিক্সে কাটিয়েছেন।
ভয়েস অব আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারের অর্থায়নে পরিচালিত একটি আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম। এটি রেডিও, টেলিভিশন ও অনলাইনে ৪০টিরও বেশি ভাষায় কার্যক্রম পরিচালনা করে।