পিস্তল ঠেকিয়ে ভারতীয় ক্রিকেটারের বাড়িতে ডাকাতি

ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলেন অভিমন্যু ঈশ্বরন। তাকে ভাবা হয় ভবিষ্যৎ তারকা। সদ্যই পশ্চিমবঙ্গ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। কয়েক দিন না যেতেই বড় দুঃসংবাদ পেলেন তিনি। রোববার রাতে তার দেরাদুনের বাড়িতে দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটেছে।

ওই দিন চারজনের ডাকাত দল রাত সোয়া ৮টার দিকে ঈশ্বরনের বাড়িতে হামলা করে। দারোয়ানের মাথায় পিস্তল ঠেকিয়ে ভেতরে ঢোকে তারা। প্রায় ঘণ্টা দেড়েক ধরে তাণ্ডব চালায় ডাকাতরা। এ সময় প্রায় চার লাখ টাকা এবং মূল্যবান সামগ্রী হাতিয়ে পালায় তারা। দুষ্কৃতদের হাতে বন্দুক থাকায় প্রতিরোধের সাহস পাননি ক্রিকেটারের পরিবারের সদস্যরা।

অভিমন্যুর বাবা আরপি ঈশ্বরন জানিয়েছেন, চার লাখ টাকা ছাড়াও খোয়া গেছে বেশ কিছু গহনা। বাদ যায়নি দামি ঘড়িও। তার আশঙ্কা, ডাকাতদের বাধা দিতে গেলে প্রাণহানির মতো মারাত্মক ঘটনা ঘটতে পারত।

পুলিশের কাছে অভিযোগ করেছে ঈশ্বরনের পরিবার। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। অভিমন্যুর বাবা রীতিমতো বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, দেরাদুনে এ ধরনের চুরি-ডাকাতির ঘটনা নজিরবিহীন। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন তারা। কখনই এ ধরনের ভয়াবহ ঘটনার মুখে পড়তে হয়নি তাদের। এমনকি এমন তিক্ত অভিজ্ঞতার কথাও কখনই শোনেননি তারা।

নতুন মৌসুমে পশ্চিমবঙ্গের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ঈশ্বরন। তবে বিজয় হাজারের প্রথম দুটি ম্যাচে রাজ্য দলকে নেতৃত্ব দিতে পারবেন না তিনি। এ মুহূর্তে বোর্ড প্রেসিডেন্ট একাদশ দলের সঙ্গে রয়েছেন তরুণ ক্রিকেটার। রোহিতের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com