সরকারের অভ্যন্তরীণ আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ তদারকির দায়িত্বে ৮ কর্মকর্তা
সরকারের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে মনিটরিংয়ের জন্য দেশের আটটি বিভাগে আট জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি এ দায়িত্ব দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসকে ঢাকা, যুগ্মসচিব (প্রশাসন-২ অধিশাখা) এ কে এম মামুনুর রশিদকে চট্টগ্রাম, যুগ্মসচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. সোহেলুর রহমান খানকে রাজশাহী, যুগ্মসচিব (নিরাপদ খাদ্য অনুবিভাগ) এস এম নাজিম উদ্দিনকে খুলনা, যুগ্মসচিব (প্রশাসন-১ অধিশাখা) মো. লুৎফর রহমানকে রংপুর, যুগ্মসচিব (সরবরাহ অধিশাখা) নাছিমা আকতারকে ময়মনসিংহ, উপ-সচিব (সরবরাহ-১ শাখা) কুল প্রদীপ চাকমাকে সিলেট ও উপসচিব (সংস্থা প্রশাসন-১) মো. আবুল আমিন বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট জেলা প্রশাসক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রয়োজনে অন্যান্য সংশ্লিষ্টদের সমন্বয়ে ধান ও চাল সংগ্রহের অগ্রগতি নিয়ে অনলাইনে সভা/আলোচনা করবেন এবং অগ্রগতি মন্ত্রণালয়কে অবহিত করবেন।
অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২৫ মৌসুমে সংগ্রহ কার্যক্রম চলাকালীন এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে অফিস আদেশে জানানো হয়।