তারেক রহমান সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, তার ঠিকানা বাংলাদেশ, বিদেশ নয়: খোকন

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার ব্যক্তিগতভাবে প্রস্তুতি সম্পন্ন করেছেন।

তিনি বলেছেন, আইনগতভাবে যে সমস্ত জটিলতাগুলো আছে, অবৈধ সরকার করেছে।

সেগুলো অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, অনতিবিলম্বে এগুলোর প্রক্রিয়াধীন কাজকর্ম শেষ করলেই, তিনি যেকোনো সময় দেশে আসবেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শাহরাস্তির একটি চাইনিজ রেস্টুরেন্টে মিলনায়তনে মতবিনিময় সভায় এ কথা বলেন আনোয়ার হোসেন খোকন।

তিনি বলেন, তারেক রহমান সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, তার ঠিকানা বাংলাদেশ, বিদেশ নয়। এই সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান আরও বলেছেন, কেউ এমপি হবেন, মন্ত্রী হবেন, অ্যাম্বাসেডর হবেন, আমার সেই শখ নেই। আমার স্বপ্ন হলো, আপনাদের পাশে থেকে আপনাদের ভাই হয়ে আপনাদের সঙ্গে কথা বলা। আপনারা আমাকে আপনাদের ভাই হিসেবে পাশে দাঁড়ানোর একটু সুযোগ দেবেন। আল্লাহ কারও কপালে কোনো সম্মান লিখে থাকলে, সেটা সে পাবেই। আমাদের মনে রাখতে হবে, কাউকে অসম্মান করে নিজে সম্মান পাওয়া সম্ভব নয়।

এছাড়া নেতা-কর্মীদের আগামীদিনে দল যেভাবে নির্দেশনা দেবে, সেভাবে সবাইকে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com