৯ মাসে সৌদির সিনেমা হলে ২ হাজার কোটি টাকার টিকিট বিক্রি

0

সংস্কৃতি খাত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরবের সরকার। যার মধ্যে রয়েছে সিনেমা শিল্পও। বিশ্বজুড়ে সিনেমার বাজারে প্রভাব বিস্তার করতে কাজ করে যাচ্ছে রক্ষণশীলতার জন্য সুপরিচিত দেশটি। সেই লক্ষে তারা বেশ সফলও বলা চলে।

চলতি বছরের প্রথম নয় মাসে দেশটির সিনেমা হলগুলোতে ৬৫৭ মিলিয়ন রিয়েলের টিকিট বিক্রি হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে সৌদি ফিল্ম কমিশন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার কোটি টাকারও বেশি!

সৌদি ফিল্ম কমিশনের বরাতে গালফ নিউজ জানিয়েছে, ৫২টি চলচ্চিত্র গত সপ্তাহ পর্যন্ত আয় করেছে ১০.৭ মিলিয়ন রিয়েল। গত সপ্তাহে সৌদি আরব রাজ্যে বিক্রি হয়েছে ২ লক্ষ ২২ হাজার টিকিট। নিজেদের সিনেমার পাশাপাশি হলিউডের সিনেমার জন্যও বেশ বড় বাজার হয়ে উঠেছে সৌদি। ইউরোপ আমেরিকায় মুখ থুবড়ে পড়া ‘জোকার: ফোলি আ ডিউক্স’ ছবিটি ভালো ব্যবসা করছে সৌদি আরবে।

সৌদি আরবের প্রধান এক্সিবিশন চেইনের প্রোডাকশন শাখার আর্টিস্টিক প্রোডাকশন ডিরেক্টর ফুয়াদ আল খাতিব জানান, ১১টি সৌদি ফিল্ম নির্মাণের চুক্তি সই করেছেন তারা। আগামী দুই বছরে এই ছবিগুলো মুক্তি পাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com