জুলাই হত্যাকাণ্ডের খতিয়ান দ্রুত বিশ্ববাসীর সামনে প্রকাশ করতে হবে: জেএসডি

0

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থান সংবিধানের আমূল সংস্কারের প্রশ্নটিকে রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক এজেন্ডায় রূপান্তর করেছে। প্রজাতন্ত্র বিনির্মাণের এই সম্ভাবনাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না বলে মত দিয়েছেন তারা।

শনিবার (১৭ আগস্ট) জেএসডি কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সভায় নেতারা এসব কথা বলেন। রাজধানীর উত্তরায় দলের সভাপতি আ স ম আবদুর রবের বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

তিনি বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের খতিয়ান দ্রুত বিশ্ববাসীর সামনে প্রকাশ করতে হবে। এই খতিয়ান প্রকাশের মধ্য দিয়ে পতিত সরকারের বর্বরতার মাত্রা উন্মোচিত হবে।’

আ স ম আবদুর রব বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, অবিস্মরণীয় ও যুগান্তকারী ঘটনা। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার উপযুক্ত সময় প্রস্তুত। বর্তমান অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com