বিএনপির কোনও স্বার্থ চাওয়া-পাওয়া নেই, স্বার্থ একটাই আমরা নতুন করে দেশটাকে গড়বো: এ্যানি

0

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে যদি সঠিকভাবে আগামী দিনের সুসংগঠিত করতে হয় এবং প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই আমাদের সজাগ থাকতে হবে। একদিকে বিচারের ব্যবস্থা, আরেকদিকে দেশ গড়ার কাজ চলবে। এখানেই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। বিএনপির কোনও স্বার্থ নেই, চাওয়া-পাওয়া নেই। হ্যাঁ, স্বার্থ একটাই আমরা নতুন করে দেশটাকে গড়বো। এত আন্দোলন সংগ্রামের মাধ্যমে দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন বিএনপির আয়োজিত রাজাপুর ভূঁইয়ার হাটে বন্যাদুর্গতদের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এ্যানি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘এত দুঃখ-কষ্টের মাঝেও আপনাদের মাঝে হাসি ফুটে উঠছে। কারণ, আপনারা এখন স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারেন, স্বাধীনভাবে চলাচল করতে পারেন। এখন আর কারও কর্তৃত্ব নেই। ফ্যাসিবাদী শাসনব্যবস্থা নেই। মামলা-হামলার ভয় নেই। তবে আইনকে কোনোভাবেই হাতে তুলে নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ‘এ ফ্যাসিবাদী, কর্তৃত্বপরায়ণ শাসক আমাদের নেতাকর্মীদের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন করেছে। প্রতিশোধ নেবেন না। প্রতিশোধের ভাষা হবে আইনিভাবে। মামলা হবে, বিচার বিভাগ মামলার দায়িত্ব গ্রহণ করছে। সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। আইনের মাধ্যমে সব কিছু মোকাবিলা করতে হবে। সর্বোপরি আমরা রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবো। কিন্তু আইনকে নিজেদের হাতে তুলে নেবো না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com