‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে চাঁদপুরে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ, আহত ১০

0

কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে শিক্ষার্থীদের অবস্থানে উত্তপ্ত চাঁদপুর। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় ও আলীগঞ্জ এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, লাঠিসোটা নিয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ওই সময় পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এতে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দেসহ পুলিশের ৪-৫ জন আহত হয়েছে। সবাই প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ১০-১২ জনকে আটক করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com