কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা মহাসড়ক নিয়ন্ত্রণে নিয়েছে আন্দোলনকারীরা

0

কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা মহাসড়ক নিয়ন্ত্রণে নিয়েছে আন্দোলনকারীরা। ফলে দুইঘণ্টা ধরে এ মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলার বিন্নাটি মোড় অবরোধ করে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, কোটা সংস্কারের দাবিতে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল থেকে সড়কে অবস্থা নিয়ে আন্দোলন শুরু করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.