চিরনিদ্রায় শায়িত তাবলিগের প্রবীণ মুরব্বী মাওলানা মোজাম্মেল হক

0

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বী ও কাকরাইল মারকাজের প্রবীণ শুরা সদস্য মাওলানা মোজাম্মেল হকের (৯৫) দাফন সম্পন্ন হয়েছে।

রোববার বিকাল ৫টায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা নতুনপাড়া হাই স্কুল মাঠে জানাজার পর নিজ বাড়ীতে তাকে দাফন করা হয়।

জানাজায় তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বীরা ছাড়াও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার রাত ১০ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি প্রাইভেট হাসপাতালে মাওলানা মোজাম্মেল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশে তাবলিগ জামাতের সবচেয়ে প্রবীণ আলেম ও এ শুরা সদস্য মুফতিয়ে আজম ফয়জুল্লাহ (রহ.)-এর অন্যতম খলিফা ছিলেন।

মরহুম মাওলানা মোজাম্মেল হক তাবলিগের বাংলাদেশের সবচেয়ে প্রবীণ আলেম ও শুরা সদস্য ছিলেন। তাবলিগ জামায়াতের তৃতীয় বিশ্ব আমীর হযরতজী মাওলানা এনামুল হাসান (রহ.)-কর্তৃক গঠিত বাংলাদেশের তাবলিগ জামায়াতের কেন্দ্রীয় শুরার সর্বশেষ জীবিত সদস্য ছিলেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com