বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে জয়ের হাসি হাসলেন জুন মালিয়া

0

পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে জয়ের হাসি হাসলেন অভিনেত্রী জুন মালিয়া। এ আসনে দিলীপ ঘোষকে সরিয়ে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার কাছে ৩২ হাজারের বেশি ভোটে হারলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, মঙ্গলবার ভোটের গণনা শুরু হতেই দেখা যায় অগ্নিমিত্রা পাল কিছুটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জুন মালিয়ার কাছে হারতে হয় অগ্নিমিত্রাকে। বিজেপিকে হারতে হয় তৃণমূলের কাছে।

অন্যদিকে দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করেছিল বিজেপি। সেখানে হেরে যান দিলীপ। কীর্তি আজাদের কাছে হারতে হয় তাকে। ফলে একদিকে সাংসদ পদ খুইয়ে দিলীপ এ মুহূর্তে একজন সাধারণ বিজেপি কর্মী।

শুধু জুন মালিয়াই নন, তৃণমূল কংগ্রেসের একাধিক তারকা কর্মীই এদিন জয়ী হয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com