ভারতের লোকসভা নির্বাচনে কনিষ্ঠ সদস্য হিসেবে সংসদে যাচ্ছেন চারজন

0

ভারতের লোকসভা নির্বাচনে কনিষ্ঠ সদস্য হিসেবে সংসদে যাচ্ছেন চারজন। তাদের বয়স ২৫ বছর।

তাদের মধ্যে সমাজবাদী পার্টির টিকিটে লড়েছেন পুষ্পেন্দ্র সরোজ ও প্রিয়া সরোজ।

লোক জনশক্তি পার্টি থেকে নির্বাচিত হয়েছেন শাম্ভবী চৌধুরী ও কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন সঞ্জনা যাদব।

জানা গেছে, শাম্ভবী চৌধুরী বিহারের নীতীশ কুমারের মন্ত্রিসভার সদস্য অশোক চৌধুরীর মেয়ে।

রাজস্থানের ভরতপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সঞ্জনা যাদব। ২৫ বছর বয়সী সঞ্জনা বিজেপির রামস্বরূপ কলিকে ৫১ হাজার ৯৮৩ ভোটে হারিয়েছেন।

পুষ্পেন্দ্র সরোজ কৌশাম্বী সংসদীয় আসন থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে রাজনৈতিক যুদ্ধের ময়দানে প্রবেশ করেছিলেন। সেখানে তিনি বিজেপির বর্তমান সংসদ সদস্য কুমার সোনকারকে এক লাখের বেশি ভোটে হারিয়েছেন।

প্রিয়া সরোজ মছলিশহর আসন থেকে ৩৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি বর্তমান বিজেপির সংসদ সদস্য ভোলানাথের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রিয়া তিনবারের সংসদ সদস্য তুফানি সরোজের মেয়ে।

সূত্র: এনডিটিভি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com