চীন-পাকিস্তানের বন্ধুত্ব লোহার মতো শক্ত: শাহবাজ

0

‘আমরা দুই (দুই দেশ) আরয়ন ব্রাদারস (লোহার মতো শক্ত সম্পর্ক), আমাদের বন্ধুত্ব অটুট এবং আমাদের হৃদয় একসঙ্গে স্পন্দিত হয়,’ বেইজিং সফরের আগে ইসলামাবাদে চীনা মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেছেন, পাকিস্তান ও চীনের বন্ধুত্ব অটুট এবং দুই দেশ ঝড়-ঝাপটায় একই তরীতে যাত্রা করে এবং চীন সবসময়ই পাকিস্তানের সবচেয়ে জরুরি সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাকিস্তান চীনকে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে শাহবাজ শরিফ ৪ থেকে ৮ জুন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চীন সফর করবেন।

এ প্রেক্ষাপটেই শাহবাজ উক্ত মন্তব্য করে বলেন, পাকিস্তান দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ মেনে চলে। পাক সরকার বরাবরই এই নীতি সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। পুরো পাকিস্তানি জনগণ দৃঢ়ভাবে চীনা নীতিকে বিশ্বাস করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com