বিজেপি প্রার্থী দিনেশ প্রতাপ সিং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে হার স্বীকার

0

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে বিজেপি প্রার্থী দিনেশ প্রতাপ সিং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে হার স্বীকার করেছেন। হার মেনে তিনি বলেছেন, সিদ্ধান্ত আমাদের হাতে নেই।

এক ফেসবুক পোস্টে, সিং রায়বেরেলির জনগণের কাছ থেকে ক্ষমা চেয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করার জন্য দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী রাহুল গান্ধীর প্রাপ্ত ভোট ছিল তিন লাখ ৬০ হাজার ৯১৪। আর বিজেপি প্রার্থী এক লাখ ৫৯ হাজার ৮৭০ ভোট নিয়ে পেছনে ছিলেন।

ফেসবুক পোস্টে দীনেশ প্রতাপ সিং বলেন, আমি অত্যন্ত নম্রতা এবং কঠোর পরিশ্রমের সঙ্গে রায়বরেলির মানুষের সেবা করেছি। কাজ করতে গিয়ে যদি আমার চিন্তা, কথা বা কাজে কোনো ভুল হয়ে থাকে বা কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি ক্ষমা প্রার্থনা করছি।

২০ মে রায়বেরেলিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এটি ছিল লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়।

১৯৫১-৫২ সালে প্রথম লোকসভা নির্বাচন থেকেই রায়বেরেলি কংগ্রেসের ঘাঁটি। ২০ লোকসভা নির্বাচন এবং উপ-নির্বাচনের মধ্যে ১৭ বারই আসনটিতে কংগ্রেস জয় পেয়েছে।

লোকসভা নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলো বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং বিরোধী ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com