রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়মের কারণে মালেশিয়ার শ্রমবাজার বন্ধ: মানবাধিকার কমিশন

0

১ জুন থেকে বাংলাদেশি কর্মীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়মের কারণে মালেশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছে অভিযোগ করে তা তদন্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সোমবার (৩ জুন) স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমোটো) গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

সুয়োমোটোর আদেশে বলা হয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময়সীমাকে কেন্দ্র করে স্বার্থান্বেষী গোষ্ঠী মে মাসের শেষ ১০ দিনে প্রায় ৩০ হাজার যাত্রীর কাছ থেকে বিমানের টিকিটের অজুহাতে মাথাপিছু অতিরিক্ত ৫০ হাজার টাকা করে প্রায় ১৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ সংক্রান্ত অভিযোটি তদন্তপূর্বক দায়ী প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এতে বলা হয়, ভিসা ও ছাড়পত্র পেয়েও যথাসময়ে বিপুলসংখ্যক শ্রমিক মালয়েশিয়া যেতে না পারার পেছনে দায়ী প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com