লং মার্চে ভাঙচুরের দুই মামলায় অব্যাহতি পেলেন ইমরান

0

লং মার্চে ভাঙচুরের দুই মামলায় অব্যাহতি পেয়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দলের অন্য শীর্ষ নেতা শাহ মাহমুদ কুরেইশিও অব্যাহতি পেয়েছেন। রাজধানীর একটি ডিসট্রিক্ট ও সেশন কোর্ট এই রায় দিয়েছেন।

ইমরান খান ও কুরেইশির দায়ের করা আবেদনের বিপরীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এহতেশাম আলম তাদের অব্যাহতির অনুমোদন দেন।

এর আগে এই মামলা থেকে পিটিআই নেতা আলি মোহাম্মদ খান ও মুরাদ সাইদকে খালাস দেওয়া হয়। সাবেক নেতা আসাদ উমরও অব্যাহতি পেয়েছেন। দেশটির গোলরা থানায় তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল।

১৪৪ ধারা লঙ্ঘনের দায়ে কোহসার ও করাচি কোম্পানি থানায় একই ধরনের মামলা থেকে ইমরান খান ও তার দলের অন্যান্য নেতাদের খালাসের পর এই রায় এল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com