প্রেসিডেন্ট নির্বাচনে ক্লাউডিয়া শেনবাউমকে বিজয়ী দাবি করেছে ক্ষমতাসীন দল মরেনা পার্টি

0

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে ক্লাউডিয়া শেনবাউমকে বিজয়ী দাবি করেছে ক্ষমতাসীন দল মরেনা পার্টি। রবিবার (২ জুন) ভোটগ্রহণ শেষে, বুথফেরত জরিপগুলোতেও এগিয়ে আছেন শেনবাউম। তিনি ৫৬ শতাংশ ভোটে এগিয়ে বিজয়ী হবেন বলে আভাস দিয়েছে জরিপগুলো। এর ফলে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসিটল গালভেজ অবশ্য অস্থায়ী এই ফলাফল মেনে নেননি। তিনি তার সমর্থকদের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছেন। জরিপগুলো বলছে তিনি ৩০ শতাংশ ভোট পাবেন। আনুষ্ঠানিক ফলাফল সোমবার ঘোষণা করা হতে পারে আশা করা হচ্ছে।

এবারের নির্বাচনে একমাত্রো পুরুষ প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ এই দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছেন।

রবিবার প্রেসিডেন্টের পাশাপাশি মেক্সিকোর কংগ্রেসের সব সদস্য, আটটি রাজ্যের গভর্নর এবং মেক্সিকো সিটির সরকার প্রধানকে নির্বাচন করতেও ভোট দিয়েছেন ভোটাররা।

তবে নির্বাচনে সহিংসতার সঙ্গে ভোটের প্রচারেও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সহিংসতায় মেক্সিকোজুড়ে অন্তত ২০ জনের বেশি প্রার্থী নিহত হয়েছে। অবশ্য বেসরকারি সমীক্ষা এই সংখ্যা ৩৭ বলেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com