চট্টগ্রামে ট্রেনের নিচে কাটা পড়ে পোশাকশ্রমিকের মৃত্যু

0

চট্টগ্রামে ট্রেনের নিচে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস আলো নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১ জুন) সকালে নগরীর আকবর শাহ থানাধীন জাকির হোসেন রোডের একে খান সি গেট-সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আব্দুল মুন্নার মেয়ে। থাকতেন নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনিতে। তিনি পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের মা ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

‘সকালে বাসা থেকে বের হয়ে নিজ কর্মস্থল পোশাক কারখানায় যাচ্ছিল আলো। রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.