চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বাসচাপায় সিএনজির দুই যাত্রী নিহত

0

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে খাগড়াছড়ি পরিবহনের একটি বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) দুপুর ১টায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী।

নিহতরা হলেন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব টুকু (৭০) ও ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকার বাসিন্দা মো. আবছার (৫৫)। তারা দুজনই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনায় আহত দুজনের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুল ইসলাম বলেন, ‘হাটহাজারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। অপরদিকে, অটোরিকশাটি হাটহাজারী থেকে যাত্রী নিয়ে ফটিকছড়ি যাচ্ছিল।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com