কর্তৃত্ববাদী শাসন দেশকে নৈরাজ্যের পথে গভীর অনিশ্চয়তায় নিপতিত করেছে: গণতন্ত্র মঞ্চ

0

সরকার ও শাসন ব্যবস্থা বদলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চ বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ মে) বরিশাল নগরের কীর্তনখোলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতারা বলেন, ধারাবাহিক ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে মাফিয়া দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত করেছে। দেশে এদের দখলদারত্ব প্রতিষ্ঠিত হয়েছে। দুর্নীতির অভিযোগ সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদ ক্রোকের ঘটনা, চোরাচালানের ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে ভারতে সরকার দলীয় এমপির নৃশংস হত্যাকাণ্ড নজিরবিহীন অনাচার ও দুর্নীতি দুর্বৃত্তায়নের খণ্ডাংশ মাত্র। দেশে কী ধরনের স্বেচ্ছাচারিতা চলছে এসব ঘটনা তার সামান্য নজির মাত্র।

তারা আরও বলেন, সরকারের নীতি নির্ধারকরা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবিলার কথা বলে বাস্তবে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদি সরকারের সঙ্গে এক অশুভ আঁতাত গড়ে তুলেছে এবং দেশকে বিপদের মুখে নিক্ষেপ করেছে।

নেতারা বলেন, কর্তৃত্ববাদী শাসন দেশকে নৈরাজ্যের পথে গভীর অনিশ্চয়তায় নিপতিত করেছে।

তারা আরও বলেন, এ দেশের জনগণ কোনো শক্তির আধিপত্য ও দখলদারত্ব বরদাস্ত করবে না।

নেতারা বলেন, দেশে ভোটাধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বিদ্যমান দুঃশাসন বিদায় দিতে হবে। এই লক্ষ্যে তারা রাজপথে ঐক্যবদ্ধ গণআন্দোলন জোরদার করার উদাত্ত আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com