রাজধানীর কামরাঙ্গীরচরে উচ্ছেদ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

0

রাজধানীর কামরাঙ্গীরচরে উচ্ছেদ আতঙ্কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উন্নয়ন প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৪ মে) বিকেল কামরাঙ্গীরচরে হাসপাতাল মাঠে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি।

সমাবেশে বক্তারা বলেন, ডিএসসিসির বিভিন্ন পদক্ষেপের কারণে কামরাঙ্গীরচরে প্রায় ২০ লাখ মানুষের মনে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল ও ৫০ তলাবিশিষ্ট আন্তর্জাতিক মানের একটি সম্মেলন কেন্দ্র এবং ১০৪ ফুটসহ তিনটি রাস্তা প্রকল্প বাস্তবায়ন হলে সব অধিবাসী নিশ্চিহ্ন হয়ে যাবে। পাশাপাশি এ এলাকায় রাজউক অনুমোদন বন্ধ হয়ে যাওয়ায় জনমনের সন্দেহ বাস্তবে প্রতিফলিত হতে যাচ্ছে বিধায় ১০৪ ফুটসহ তিনটি রাস্তা ও এ সিবিডি এবং ৫০তলা বিশিষ্ট আইসিসি ভবন বাস্তবায়ন না হয়। সে লক্ষ্যে এলাকাবাসী বেশকিছু দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কামরাঙ্গীরচরবাসী এ প্রকল্প বাতিল চায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com