জোর করে ‘হযরত’ হওয়া যায় না।

0

ধর্মীয় পরিভাষা ব্যবহারে ‘প্রধানমন্ত্রী-পূজারীদের’ অবশ্যই সর্তক থাকতে হবে। আপনারা প্রধানমন্ত্রীকে ‘ওলি আউলিয়া’ কিংবা ‘হযরত’, যে নামেই ডাকুন না কেন, এটা যেন মুসলমানের ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল না হয়। আর আইন করে, জোর করে ‘হযরত’ হওয়া যায় না। পারলে সত্যিকারের ‘হযরতের’ মত হয়ে দেখান। একদিকে আপনারা সত্যিকারের আলেমদের রাজাকার বানাচ্ছেন! আর অন্যদিকে জালেমদের বানাচ্ছেন ‘হযরত’! খেয়াল রাখবেন, অতিরিক্ত তেলে যেন আবার পা পিচ্ছলে হাত-পা ভেঙ্গে না যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com