কোরবানির ঈদকে সামনে রেখে গরু আমদানির কোনো পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
কোরবানির ঈদকে সামনে রেখে গরু আমদানির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দেশীয় খামারিদের উৎসাহদান ও সহযোগিতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা চলছে। এছাড়াও গবাদিপশুর রোগবালাই নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, সে জন্য ভ্যাটেরিনারি হাসপাতালগুলোর উন্নয়নে পরিকল্পনা রয়েছে।