গাজা প্রস্তাব বাধ্যতামূলক না হওয়ার মার্কিন দাবি জাতিসঙ্ঘের প্রত্যাখ্যান

0

গাজায় দীর্ঘস্থায়ী ও টেকসই যুদ্ধবিরতির যে প্রস্তাবটি সোমবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে, তা আন্তর্জাতিক আইনের আওতায় বাধ্যবাধকতাপূর্ণ নয় বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেছে জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘ মহাসচিব গুটেরেসে মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, ‘জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাব আন্তর্জাতিক আইন। ফলে সেগুলো আন্তর্জাতিক আইনের মতোই পালন করা বাধ্যবাধকতাপূর্ণ।’

মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি ও মোজাম্বিকও।

ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেন, ‘নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি বাধ্যবাধকতাপূর্ণ। আর ইসরাইল যদি তা বাস্তবায়ন না করে, তবে নিরাপত্তা পরিষদের কর্তৃব্য হলো নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি পালন করতে বাধ্য করার জন্য ধারা ৭ ব্যবহার করে ব্যবস্থা ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা।

জাতিসঙ্ঘ সনদের ৭ নম্বর ধরায় অবরোধ আরোপ এবং সামরিক হস্তক্ষেপসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের কর্তৃত্ব নিরাপত্তা পরিষদকে দেয়া হয়েছে।

সোমবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ১৪-০ ভোটে প্রস্তাবটি পাস হয়। গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের ১৭০ দিন পর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করতে সক্ষম হলো। আর তা হয়েছে যুক্তরাষ্ট্রের ভেটো না দেয়া। এর আগে যুক্তরাষ্ট্র একাধিকবার ভেটো দেয়ায় তা পাস করা যায়নি।

প্রস্তাবটিতে পবিত্র রমজান মাসে বৈরিতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়, যাতে ‘দীর্ঘস্থায়ী, টেকসই যুদ্ধবিরতি’ পথ সৃষ্টি হয়। এতে হামাস এবং অন্যান্য গ্রুপে হাতে ৭ অক্টোরব থেকে আটক সকল পণবন্দীর মুক্তির আহ্বান জানানো হয়।

এতে নিজ নিজ হাতে আটক বন্দীদের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এতে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর জরুরি প্রয়োজনের কথা বলা হয়, বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর জোর দেয়া হয়।

নিরাপত্তা পরিষদে রুশ দূত ভ্যাসিলি নেবানজিয়া ‘স্থায়ী’ যুদ্ধবিরতির বদলে ‘দীর্ঘস্থায়ী’ যুদ্ধবিরতি শব্দ ব্যবহার করায় আপত্তি জানান। তিনি স্থায়ী শব্দটি প্রস্তাবে রাখার চেষ্টা করলেও সফল হতে পারেননি।

নিরাপত্তা পরিষদে আরব দেশগুলোর প্রতিনিধি আলজেরিয়া প্রস্তাবটি উত্থাপন করে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, মোজাম্বিক, হায়েনা, ইকুয়েডর, জাপান ও কোরিয়া এতে সহযোগিতা করে।

যুক্তরাষ্ট্র এতে ভোটদানে বিরত থাকায় ইসরাইলের প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিকল্পিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন। তিনি হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির শর্ত না দিয়ে ভোটাভুটির অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্র ‘নীতিগত অবস্থান’ থেকে ‘পিছু হটেছে’ বলে অভিযোগ করেছেন।

সূত্র : আল জাজিরা এবং অন্যান্য

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com