‘হোটেল তেহরান’ ইসরায়েলের ইরান বিরোধী নতুন চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি
‘হোটেল তেহরান’ ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইসরায়েলের নতুন চলচ্চিত্র প্রকল্প। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সহযোগিতায় ইসরায়েলের চলচ্চিত্র নির্মাণের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তাদের প্রধান টার্গেট ইরান। এইসব চলচ্চিত্রের শিরোনামে ‘তেহরান’ নামটি অনেক বার এসেছে। এবার ‘হোটেল তেহরান’ নামে আরেকটি ইরানবিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছে তারা।
‘তেহরান হোটেল’ অ্যাকশানধর্মী চলচ্চিত্রে ইসরাইলের ইরানবিরোধী গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে আড়াল করে বরং ইরানের বিরুদ্ধে তাদের বিভিন্ন পদক্ষেপকে ইসরায়েলের জন্য বিজয় হিসেবে তুলে ধরা হবে। ‘হোটেল তেহরান’-এর শুটিং আগামী মে মাসে শুরু হবে। এমন সময় এই ফিল্ম তৈরির কাজ শুরু হতে যাচ্ছে যখন এর পরিচালক গাই মোশে তার চতুর্থ সিনেমার শুটিং-এর কাজে ব্যস্ত এবং ইসরায়েলের বাইরে তার কোন খ্যাতি নেই।