জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না।

0

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ডাকা হরতালের সমর্থনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রবিবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির উদ্যোগে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে আইজীবী ফোরামের সদস্য রুহুল কদ্দুছ কাজল বলেন, ‘এই সরকারের প্রহসনের সর্বশেষ সংস্করণ হলো এই নির্বাচন। জনগণের সঙ্গে ভোটের যে সম্পর্ক এই সরকার গতকালের ভোটের মাধ্যমে তা তিরোহীত করেছেন।’

আইনজীবী ফোরামের যুগ্ম-আহ্বায়ক আবেদ রাজা রাজা বলেন, ‘গতকালের সিটি নির্বাচনে ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে ইভিএম মেশিনের মাধ্যমে প্রকাশ্যে দিবালোকে জনগণের ভোট কেড়ে নেয়া হয়েছে।’

আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, ‘আওয়ামী সরকার জনগণকে একটি পক্ষ মনে করে। জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। এর আগে রাতের বেলায় ভোট চুরি করে ধরা পড়েছে। এবার তারা ইভিএমের মাধ্যমে চুরি করে ধরা পড়ে গেছে। আওয়ামী লীগ সরকার জনগণকে বিশ্বাস করে না, তারা মেশিনকে বিশ্বাস করে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। কারণ সিটি নির্বাচনে আশিভাগ মানুষ ভোট দিতে পারেনি। আমরা এই আশিভাগ মানুষের সঙ্গে আছি।’

সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় বলেন, ‘গতকাল নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ঢাকা সিটি নির্বাচনে ২৫ ভাগ ভোট কাস্ট হয়েছে। ৭৫ ভাগ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। মানুষ নির্বাচনের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি, এই সরকারের প্রতি, সরকারের লুটপাতের প্রতি ঘৃনা জানিয়ে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সজল আহমদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ঐক্যফ্রন্টের চেয়ারম্যান আব্দুর রাকিব, আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, আইনজীবী ফোরামের সদস্য শরীফ ইউ আহমদ, মির্জা আল মাহমুদ, আখতারুজ্জামান প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com