ইশরাকের স্লোগানে প্রকম্পিত নয়াপল্টন
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীর কাছে হেরে গেছেন বিএনপির প্রার্থীরা।
নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে ঢাকায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি।
নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে শনিবার এই হরতাল ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হরতালের সমর্থনে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে যোগ দিয়েছেন দক্ষিণ সিটিতে বিএনপির হয়ে নির্বাচনে লড়াই করা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বিক্ষোভে অংশ নিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে স্লোগান ধরেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী। তার সঙ্গে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। এতে প্রকম্পিত হয়ে উঠে নয়াপল্টন এলাকা।