সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আসিফ নজরুলের ‘জোকস’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি)। এ নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালকে বিশাল ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিএনপি প্রার্থী ইশরাককে হারিয়ে বিশাল জয় পেয়েছেন।
তবে এ নির্বাচন নিয়ে আজ রবিবার (২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তলে ধরা হল:-
‘কেমন হলো নির্বাচন? মেয়র নির্বাচন কেমন হলো এটা বলতে গিয়ে কিছু জোকস মনে
পড়ছো একটা দিলাম নীচে।
‘পরীক্ষা কেমন হয়েছে তোর?
ভালো বাবা।
ভালো মানে কি?
অংকে একটু খারাপ, বাংলায় ভালো।
নম্বর কতো পেয়েছিস?
অংকে দশে শূণ্য। বাংলায় ২।’
মেয়র নির্বাচন মোটামুটি এমনি হয়েছে। নৈশ নির্বাচন যদি দশে ০ হয় তাহলে এ নির্বাচন পেয়েছে দশে ২। আশ্চর্য বিষয় হচ্ছে এই নির্বাচন নিয়েই দ্ম্ভ আর বিজয়োল্লাসে ফেটে পড়ছে কিছু মানুষ।’