বিএনপির ডাকা হরতাল স্বতঃস্ফুর্তভাবে পালন করছে জনগণ; মানুষ নির্বাচন প্রত্যাখান করেছে, রিজভী
সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রোববার ( ২ ফেব্রুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে দলটির কয়েকজন নেতাকর্মী। এ সময় প্রতীকী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়িয়ে বিক্ষোভ করেন তারা। যমুনা টিভি
সিটি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব। তার হাতে এবং পায়ে এখনো ব্যান্ডেজ অবস্থাতেই হরতাল পালন করতে ছুটে এসেছেন নয়াপল্টনে।
এসময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ বলেন, সরকার বিএনপির হরতালকে বিতর্কিত করার চেষ্টা করেছে। হরতাল স্বতস্ফূর্তভাবে পালিত হচ্ছে। তিনি বলেন, ‘বিগত দিনে হরতালের মতো কর্মসূচিকে বিতর্কিত করার চেষ্টা করেছে সরকার। তবে এখন এটি যৌক্তিক দাবিতে পরিণত হয়েছে, এটা চলবে।জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে।
এদিকে হরতালকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে মাঠে রয়েছে বিজিবিও।
ঢাকার দুই সিটি নির্বাচনের ফল বর্জন করে শনিবার রাতে রাজধানীতে হরতালের ডাক দেয় বিএনপি। এতে সমর্থন দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।